সৈয়দ মহঃ সাবির আলি
সবার বুকে দুঃখ জমুক
চিনুক নতুন রবি।
সবার মনে বিরহ ফুটুক
আঁকুক গানের ছবি।
দুঃখের এই বিলাস জগৎ
সবাই যদি চিনতো।
রবির আলো কবিতা হয়ে
প্রেমের খাতায় ফুটতো।
আমি রঙ্গের দেশে দুঃখ খুঁজি
ঝিনুকের এক মুক্ত।
কেউকি আছো?আমার মতো,
প্রেমে নেশায় আসক্ত।
আসলে আমি হলেম মাতাল প্রেমিক
সন্ধ্যা হলেই নেশার আসর।
গানের সুরে মূর্তি আঁকি;
রবির পথে দিন-রাত-ভোর।।
Leave a Reply