হিরু কান্তি দাশ, বান্দরবান প্রতিনিধি।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫বছরপূর্তিতে বান্দরবানে প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামীলীগ। ২০০৫সালের ১৭ আগষ্ট এই সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি।
,
সোমবার (১৭আগষ্ট) বিকালে বান্দরবানে জেলা কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আবদুর রহিম চৌধুরী, কাজল কান্তি দাশ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,
জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, যুবলীগ আহ্বায়ক ক্যালু মং মারমা, ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কালাম মুন্না,আসিফ আকবর প্রমুখ। উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে ৬৩ জেলায় একযোগে এ হামলা চালায় বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গিরা।
সেই সময় বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।
অপরদিকে জেলার নাইক্ষংছড়ি উপজেলায়ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। বিকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাসেল, আনসার উল্লাহ, বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply