ফাইল ছবি
নিউজ ডেস্কঃ
দেশের সুনাম বজায় রাখতে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশেই ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরি হবে সেইভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে । তিনি বলেন, এই উদ্যোগের একদিন সফলতা আসবেই।
আজ মঙ্গলবার সকালে যশোর বাংলাদেশ বিমান বাহিনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার স্বীকৃতি হিসেবে ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করা হলো। বাহিনীর প্রতিটি সদস্যকে সব জায়গায় দায়িত্ব পালনের সময় দেশের মান মর্যাদা যেনো বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম কেনাসহ নানা উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া করোনার সময় জনমুখী নানা কার্যক্রমে যুক্ত থাকায় বিমান বাহিনী সদস্যদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
Leave a Reply