বৃষ্টি পুরকাইত
তোমাদের প্রথম আন্তরিকতার যত্নে বেড়ে ওঠা ফসল আমি…
তা সত্ত্বেও হতে পারিনি আমি দামি!
কারণ আমি যে মেয়ে ,
চরিত্রের বিকল মুষ্ঠির চেয়ে ,
আরো বেশি তাচ্ছিল্য আসে ধেয়ে…
নারী শক্তির আভ্যন্তরীণ ব্যাঙ্গে,
নিরর্থক আমার অস্তিত্ব…
প্রতিভা অপেক্ষা উজ্জ্বল করে তোলা হয় সতীত্ব!
আচ্ছা আমিও তো সেই যোদ্ধাদের একজন,
যারা প্রতিযোগিতায় ছুটেছিল অবিরামে একদিন,
দেখবে বলে এ ভুবনসম মাতৃ মুখের আলো!
জয়ী হয়ে ছিলাম আমি,
তবে সবার মুখ হয়েছিল কালো!
কেন ?…
কেন আজও এমন ভয়াবহ বিচার?
কেন এ নির্মম মিথ্যাচার?
কেন কন্যা হত্যার এই আচার?
আজও… আজও জিতে যাবে কুসংস্কার?
Leave a Reply