প্রনয় মুখার্জী
চাইলেই চলে যেতে পারি, কিন্তু কেন যাব ?
তুমি না ফিরলেও, বর্ষা হবে পরের বছর।
শ্রাবনের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লেখা বাকি!
বিষাদ মাখা সন্ধ্যা, ক্লান্ত চাঁদ আমায় ডাকে রোজ,
সাড়া পাবার অপেক্ষায় নিশি ফেরে শূন্য হাতে।
চাইলেই চলে যেতে পারি, কিন্তু কেন যাব ?
ভাবছি ঘুরে দাঁড়াই, দুহাতে গোলাপ ছিঁড়েছি অনেক।
এবার তোমার মতো করে তোমায় চিনতে চাই,
চিরকুট পাঠাতে চাই দমকা হওয়ার শাসন ভেঙে।
সেতু নেই, স্রোতে ভেসে যাক খড়কুটো।
মোহনার ধার ঘেঁষে, ছোট্ট বাবুই বাঁধুক ঘর।
নিজেকে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে
দিতে চাই; বাতাসের ঘ্রানে মিশে যেতে চাই।
শিশির মাখা মাঠের বুকে শিউলি হয়ে ঝরতে চাই।
চলে যেতে চাই তবে, অসময়ে একাকী নয়।
Leave a Reply