লোকমান হোসেন পলা।।
স্পোর্টস রিপোর্টার
জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে দ্রুততম বালক ব্রাহ্মণবাড়িয়ার স্বপন চৌধুরী এবং বালিকা হয়েছে কুড়িগ্রামের রেখা আক্তার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে তারা সেরার মুকুট পরে।
বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী রেখা আক্তার। এবার তার সংস্থা না খেলায় অংশ নিচ্ছেন কুড়িগ্রামের হয়ে। দ্রুততম বালিকা হওয়ার দৌড়ে রেখা সময় নেয় ১২.৮০ সেকেন্ড। আগের দিন ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েও স্বর্ণপদক জেতেন কুড়িগ্রামের ত্রিমোহনী বাজারের এই অ্যাথলেট।
১১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম বালক হয়েছেন স্বপন
চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামের বালক।
Leave a Reply