অরিন্দম বারিক
কোথাও রয়েছো তুমি
সামনে,পেছনে- চোখের আড়ালে
হয়তো নীল স্বপ্নের ওপারে
ঝোপঝাড়- কাঁটাতার
বেড়া জাল ভেঙে…
উত্তর গোলার্ধে টপটপ ঘামের শব্দ
পিস্তল হাতে হিংস্র সত্যসন্ধানী
বুকপকেটে প্রেমিকার কানের দুল
তুমি এখনো বিব্রত
শোক না সুখ!
কেবল ধর্ম কোন দিন ঈশ্বর মানেননি…
Leave a Reply