আমির হোসেন,ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিণামূল্যে ২০২০-২১বছরের অনুষ্ঠানের টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্ভোদন করেছেন ১৪ দলের সমন্বায়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় ও কৃষিকর্মকর্তা ইসরাত জাহান মিল’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি চেয়ারম নাসির উদ্দিন, এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু,সিরাজুল ইসলাম সেলিম, কাজি জেছমিন ওবায়েদ, উপজেলা কৃষকলীগ সভাপতি ফিরোজ আলম খান, সাংগঠনিক সম্পযুাদক এইচ এম হানিফ,যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি সম্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ, আবুজাফর মোঃ ইলিয়াচ প্রমুখ। এসময় এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ কৃষক-কৃষাণিগন উপস্থিত ছিলেন।
অনুষান শেষে ১২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিণামূল্যে ৮ কেজি করে খেঁসারি ডাল ও ১০ কেজিকরে সার প্রদান করাহয়। প্রতিদিনই পর্যায়ক্রমে উপজেলার ২২শ ৫০ জন কৃষককে বিনামূলে সার ও নানা ফসলি বীজ প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষি মর্মকর্তা ইসরাত জাহান মিলি।
Leave a Reply