আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে মহান বিজয় দিবস-২০ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্বকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনানন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর, স্বাস্থ ও পপ কর্মকর্তা ষ শিউলি পারভীন,থানা চার্জ অফিমার আঃ হালিম তালুকদার, জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, জেলাপরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, যুব উন্নয় কর্মকর্তা মাহামাুদ আলম জোমাদ্দার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জনার্ধন দাস, নাচনমহল ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম সেলিম মোল্লা, পৌর প্যানেল মেয়র আলমগির হোসেন আলো, কৃষকলীগ সভাপতি ফিরোজ আলম খান, যুবলীগ’র যুগ্ম আহবায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, যুবলীগসেতা প্রান্তিক কুমার দাস পুটু, আবুলকাশেম বাবলু, লুৎফুল কবির শাহী, জাকির হোসেন, সম্পু দাস, ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ। এসময় আলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ঈমাম-পুরোহিত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্চারিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply