আমির হোসেন, ঝালকাঠিঃ
“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরা দেশের ন্যায় কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মাঠ পর্যায়ে কর্মস্থ্যরত সাস্থ সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছন নলছিটি বাংলাদেশ হেলথ্ এ্যাসিসস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)।
বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে উপজেলার ৫৩ জন স্বাস্থ্য সহকারী,পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ কর্মবিরতি পালন করেন। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের নলছিটি উপজেলা শাখার সভাপতি মোঃ শামীম হাওলাদার, সম্পাদক হাবিবুর রহমান আকন ,মোঃ এনায়েত করিম, মোঃ মোয়াজ্জেম হোসেন, নাজমা আক্তার প্রমুখ।
এসময় তারা বলেন,আমরা স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে শিশু ও কিশরীদের টিকাদানের যে কাজটি সম্পাদন করে আসছি এই কাজটি মূলত একটি টেকনক্যিাল কাজ। তাই আমরা টকনিক্যাল বেতন স্কেল চাই,তাছাড়া প্রাণী সম্পদ অফিসে বিএ পদে নিয়জিত আছেন যারা তারাও টেকনিক্যাল স্কেলে বেতন পায় কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করেও সঠিক মূল্যায়ন পাচ্ছি না।
আমাদের অর্জনঃ টিকাদান কাজের মাধ্যমে জলবসন্ত,গুটিবস্ত ও পলিও নির্মূল করতে সক্ষম হয়েছি। তাছাড়া টিকাদান কাজে সফলতার দিক থেকে বাংলাদেশ দক্ষিন এশিয়ায় প্রথম স্থান আবস্থান করেছে। এসময় তারা টেকনিক্যাল ট্রেনিং এ জন্যেও আবেদন জানান।
তারা অনতি বিলম্বে ১৩,১২ ও ১১ গ্রেডে আবগ্রেডেশন সহ নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক করণ সহ ডিপ্লেমা প্রশিক্ষন ষ শেষে ১১তম গ্রেডে উন্নিত করনের জন্য অনতি বিলম্ব জিও করার দাবিতে কর্মবিরতি পালন করবেন বলে জানান
Leave a Reply