আমির হোসেন, ঝালকাঠিঃ
সরকারী নিষেধাজ্ঞা অমান্য মা ইলিশ নিধনের দায়ে সোমবার (২নভেম্বর) দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তারা হলেন উপজেলার মগড় এলাকার ছাদেক মাঝির ছেলে রনি মাঝি ও কুমারখালি এলাকার মৃত আক্কাস হোসেনের ছেলে মোবারক হোসেন । অভিযানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ এমএ কাইয়ুম,নলছিটি থানায় কর্মরত এএসআই রুহুল আমিন,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো.সাখাওয়াত হোসেন। এ নিয়ে উপজেলায় মা ইলিশ রক্ষার অভিযানে মোট ১৪ জন জেলেকে জেল জরিমানা করা হলো।
Leave a Reply