আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে মঙ্গলবার (২০অক্টোবর) ৩ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা সবাই উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা।
একই সাথে অভিযানে আনুমানিক প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দ করা জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। উদ্ধারকৃত মাছ ইয়াতিম শিশুদের মাছে বিলি করা হয়েছে ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ভার:) ও নির্বাহী মেজিস্ট্রেট মো.সাখাওয়াত হোসেন,নলছিটি থানা পুলিশ পরিদর্শক ও চার্জ অফিসার আবদুল হালিম তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি,নলছিটি পুলিশ থানায় কর্মরত এএসআই মো. ইউসুফ ,উপজেলা নির্বাহী অফিসারের নাজির নাজিম উদ্দিন ,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply