নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় ফজরের নামাজের অজু করতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত ফোজিয়া আক্তার মুক্তা (৪০) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী। ওই গৃহবধূ তিন সন্তানের জননী ছিল।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াখলা গ্রামের নুরুল ইসলাম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিহত ফোজিয়া ফজরের নামাজের অজু করতে পুকুর ঘাটে যায়। এ বাহিরে গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে বাড়ির অন্য সদস্যরা তাকে গুরুত্বর আহত হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সকাল ৯টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply