নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ ৪ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ভুলন মজুমদার (৪৫) উপজেলার বীজবাগ গ্রামের হিমাশু মজুমদারের ছেলে
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের উপেন্দ্র মজুমদার বাড়ি থেকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিকে বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে একটি সিআর মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ দিন পালিয়ে ছিল।
Leave a Reply