গাজী আবু হানিফ
পৃথিবী এখন বড়ই ক্লান্ত হয়ে গেছে
মহামারীর কাছে মানুষেরা হয়ে গেছে জিম্মি –
পৃথিবী এখন ভয় চকিত আবেগে চলছে পথ
ঝিমিয়ে গেছে স্বাভাবিক জীবন গতিধারা।
পৃথিবী এখন নিরব হয়ে গেছে রাতের মতো
মানুষেরা অন্ধকার দেখছে চোখে,গুণছে হতাশা
দিন দিন পিছিয়ে পড়ছে আয় – রোজগার
করোনা মহামারীতে হচ্ছে বিচ্ছিন্ন।
পৃথিবী এখন রুগ্ন প্রায়, ল প্রেসারে খাচ্ছে হাবুডুবু
আগের মতো চলছে না আর চাকা,চলছে না আর পাখা
সকাল আর আগের মতো দিচ্ছে না তাড়া-
আমরা কবে ফিরে পাব সে প্রত্যাশিত সকাল?
Leave a Reply