মোঃহুমায়ূন কবীর(অর্ণব আশিক)
চাবিটা হারিয়ে গেছে
অবিশ্বাসের গন্ধ চোখের ধূসরতায় স্থির
ভালোবাসায় মিশে আছে কিছু অসহায়তা
অসহ্য বিস্তীর্ন হাহাকার ‘মেলে দেয় ডানা’
অদ্ভুত দোটানায় ঝুলন্ত
আমার হৃদয়।
চাবিটা হারিয়ে গেছে, স্মৃতিটুকু ক্ষীণ তৃতীয়ার চাঁদ
বুকের ভেতর লাফ দেয় ঘুমন্ত বেড়াল
গেরস্থালী চেপে সুস্পন্দন হাহাকার করে
গোলাপ কুড়ি যেন নড়ে একফোঁটা আকাশ বুকে রেখে
জানালার পর্দা ভিজে জোছনায়
চাঁদের তর্জমাটুকু নিয়ে হৃদয় ভাঙে হাহাকারে।
কিছু নৈঃশব্দ্য কিছু নির্জনতা
অকুল পাথার
ঝিঁঝিঁ ডাকে হারানো চাবির থোকায়
রামধনু রঙ টুকরো টুকরো
পোড়া ধূপের গন্ধ সন্ধ্যের বাতাসে
অদম্য আগ্রহের ইচ্ছে বাড়ায়।
Leave a Reply