সুপ্রভাত মেট্যা
কথা দেওয়ার চাইতে
কথা না-দেওয়া মানুষের ভাগ বেশি বলেই
ভালোবাসা আড়ালে
নির্জন অন্ধকারে
দুঃখ পাওয়া হৃদয়ের
কবিতার শহরের মতো
অজস্র শূন্যতায়
লাশোপকূলের ধারে
পারস্যের অশ্রু সহ বৃষ্টি রাশির চোখে
সহস্র মোমবাতির আলোয়…
সে দেখে,ভালোবাসা
সে নিজেকে শেখাতে পারেনি এখনও ভালো ।
সুপ্রভাত মেট্যা
পূর্ব মেদিনীপুর, ভারত।।
Leave a Reply