কৃশানু দাঁ।।
অথবা শান্তির জলে সিক্ত সংসার
আত্কে ওঠার দায়ে শিরশির
তোমার শরীরে কাঁটা দেয়
গেঁথে রাখে অনুভূতি
বিবাহের পরম আদরে
প্রতিজ্ঞা ভেঙে দেখি ব্যস্ত ডানায়
কিছু কিছু অসংগতি আর
বীজের নিদ্রা ভেঙে বৈদিক
শব্দে লিখি পথ…
#
হত্যাকারী পূর্ব-পুরুষ
ভিক্ষা দেয় লোক সংগীত
সাফল্য আসে
কান-মাথা ঘেঁষে
প্রতিধ্বনির উষ্ণতার মতো
ছায়া পড়ে আলো ভেঙে যায়
তোমাকে শ্যাওলার মতো আমি
আর আমাকেও ঘিরে রাখে
নদীর পোশাক …
Leave a Reply