আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটি হরিখোলা মন্দিরের সামনে রবিবার দিবাগত (২২ নভেম্বর) রাতে ঘোরাফেরা করছিলেন প্রতিবন্ধী কিশোর রাব্বি খান(১৩) তখন এলাকাবাসী থানায় খবর দিয়ে তাকে পুলিশের কাছে তুলে দেন। থানায় তাকে নিয়ে যাওয়ার পর তার খাওয়ার ও ঘুৃমানোর ব্যবস্থা করেন নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার এবং তাকে শীতের পোশাক কিনে দেন এএসআই অনিক সিদ্দিকি। পরবর্তীতে খবর পেয়ে তার বাবা রুবেল খান তাকে সোমবার সকালে থানা থেকে নিয়ে যান। রাব্বির বাবা পুলিশ সদস্যের প্রশংসা করে বলেন আমার ছেলেকে তারা যে সেবা দিয়েছেন তার জন্য তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। প্রতিবন্ধী কিশোর রাব্বি খান কুলকাঠি ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা।
Leave a Reply