অনিকেত মৃণালকান্তি
অলৌকিক চাঁদ হাতছানি দিয়ে
আমাকে ডেকে নিয়ে যায় রেললাইনের দিকে
অন্যায়-অবিচারের প্রতি অক্ষম ক্রোধ জেনে
ইস্পাতের চকচকে পাত হাতছানি দিয়ে ডাকে
‘আয় আয়,চলে আয়’
এতসব প্ররোচনার পরেও আমি গলা দিই না
আমরা মরে গেলে লাস্টবয়রাই দুনিয়া চালাবে তাই…
Leave a Reply