মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুস্টিত হলো

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুস্টিত হলো

দেশের মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নে গড়ে উঠা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ।

আজ শনিবার সকালে প্রশিকা ঢাকা মিরপুরের প্রধান কার্যালয়ে অনুস্টিত হলো প্রশিকার বার্ষিক সাধারণ সভা।

এ সভায় উপস্থিত ছিলেন প্রশিকার চলমান গভার্নিং কমিটির চেয়ারম্যান কবি মিজ রোকেয়া ইসলাম,ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব জহিরুল ইসলাম,কোষাধ্যাক্ষ রফিকা আক্তার ও জেনারেল বডির অন্যান্য সকল সদস্য,প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম,সিনিয়র পরিচালকবৃন্দ,সকল পরিচালকসহ অন্যান্য কিছুসংখ্যক বিভাগ প্রধানগণ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রথমে উপস্থিতির পরিচিতি তুলে ধরা হয়।

জেনারেল বডির সদস্য সংখ্যা ২৩ জন।
উক্ত সদস্যদের মধ্য হতে আগামি তিন(৩) বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট গভার্নিং বডি নির্বাচন করা হয়।

নির্বাচিত গভার্নিং বডির পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন কবি মিজ রোকেয়া ইসলাম,
ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব জহিরুল ইসলাম ও
কোষাধ্যক্ষ হলেন মিজ রফিকা আক্তার।

উল্লেখ্য উক্ত গভার্নিং বডি ২০২১,২০২২ ও ২০২৩ এ তিন বছরের জন্য নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD