বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি`কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে-প্রধানমন্ত্রী

প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি`কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে-প্রধানমন্ত্রী

ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ

প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি`কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।
উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

রোববার সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার।
সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দপ্তরে এয়ার উইং উদ্বোধনের এই আয়োজনে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দিয়েছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময়, বাহিনীতে সংযুক্ত নতুন দু`টি এমআই সেভেন্টি ওয়ান-ই মডেলের হেলিকপ্টারের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এর মাধ্যমে বিজিবি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জনবলসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে আরো বিওপি স্থাপন করা হবে। এছাড়া বাহিনীর জন্য ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD