নিলুফা জামান
ঠিক এই মুহুর্তে আমি যখন তোমার কথা ভাবছি
তখন তুমি ব্যস্ত রয়েছো তোমার মাঝে – তোমার কাজ থাকে… অতিথী আসে অথবা সন্ধ্যায় বাসায় ফেরার পথটুকু তোমায় ভীষন ক্লান্ত করে দেয়।
কিন্তু তুমি কি জান?
তোমার এসবে দুঃখে থাকে গোটা শহর।
ঠিক এই মুহুর্তে আমি যখন তোমার কথা ভাবছি
তুমি তখন হাজারটা অজুহাত হাতে নিয়ে বসে আছো।
তুমি কি জান?
তোমার এক একটি অজুহাত মেঘ হয়ে দেখা দেয় নগরের আকাশ।
তুমি নেই –
এখনো জানালার শার্সি জুড়ে মেঘ
তুমি নেই –
অথচ এখনো কি ভিষন ভাবে তোমার সাথে সারাটা সময় থাকি…।
Leave a Reply