সংবাদ দাতা:রাকিব মাহমুদ,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষের একটি অসাধারণ কবিতার নাম হলো জয়তু বঙ্গকন্যা।
বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য বিশ্বজিৎ ঘোষ একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের অন্যতম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের শিল্প ও সাহিত্য অঙ্গনে রয়েছে তার উল্লেখযোগ্য পদচারণ ।বঙ্গকন্যা শেখ হাসিনাকে নিয়ে লেখা তার এই কবিতা বঙ্গকন্যার প্রতি ভালবাসার বহি:প্রকাশ।তার এই কবিতাটি আজ(২৬-০৯-২০)তারিখে আমাদের সময় পত্রিকায় প্রকাশিত হয়।নিচে তার কবিতাটি হুবহু তুলে ধরা হল:
জয়তু বঙ্গকন্যা
বিশ্বজিৎ ঘোষ
আপনার ধমনিতে, আপনার মর্মে ও মজ্জায় হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালির রক্ত প্রবাহিত- টুঙ্গিপাড়ার স্মৃতি গায়ে মেখে, বাংলাদেশের সীমানা পেরিয়ে আপনার ভূগোল এখন গোটা পৃথিবী- ষোলো কোটি মানুষের চিত্র জয় করে আপনি এখন শত কোটি মানুষের পরম আশা আশ্বাস আর নির্ভরের নাম- আপনি চ্যাম্পিয়ন অব দি আর্থ, ডটার অব হিউম্যানিটি আপনি মানবিকতার মাতৃপ্রতিমা- যেখানেই মানুষ বিপন্ন, মানবিকতা ভূলুণ্ঠিত!
আপনি সেখানেই ত্রাতা-
আপনি গণতন্ত্রের মুক্তিদাতা, নারী, শিশু আর অসহায়ের পরম বন্ধু, আপনি দুর্গত মানুষের আশার আলো, আপনি দোয়েলের শিস,মধুমতীর কলতান, আপনি কাঁঠালিচাপার শাখায় পিতার দেখা হলদে পাখি, আপনি গিমাডাঙ্গার মাঠে বেনি- দোলানো হাসু, টুঙ্গিপাড়ার ঝুমকোলতা, আপনি আমের মঞ্জুরি, কৃষাণির হাসি, আমাদের স্বপ্নসারথি- আপনার হাতের ছোঁয়ায় বাংলাদেশ আজ!
বিশ্বমানবের কাছে এক পরম বিস্ময়, উন্নয়নের রোল মডেল- আপনি ষোলো কোটি মানুষের চিত্তে সঞ্চার করেন
স্বপ্ন সাহস আর সম্ভাবনার বীজ-
আপনি- শেখ হাসিনা-
আপনাকে সহস্র প্রণাম,অবারিত ভালোবাসা, অনেকান্ত অভিবাদন- শতবর্ষের স্বপ্নময় কর্মময় খদ্ধিময় জীবনের জন্য!
অন্তহীন শুভকামনা!
জয়তু শেখ হাসিনা
জয়তু বঙ্গকন্যা!
Leave a Reply