মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তরুণ গীতিকার ও কবি শিফফাত শাহরিয়ার একটি গান রচনা করেছেন। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’- শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রফিকুল আলম। জনপ্রিয় সুরকার শেখ মিলনের সুর করা গানটি ই গঁংরপ ংঃধঃরড়হ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে সম্প্রতি।
গানটি সম্পর্কে আলাপচারিতায় গীতিকার শিফফাত শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু জাতির মহানায়ক। তঁাকে নিবেদিত গানটি রচনা করে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কাজটি সবার ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে বলেও জানান তিনি। গানটিতে কণ্ঠ দিয়ে সঙ্গীতশিল্পী রফিকুল আলমও তার উচ্ছসিত আবেগ প্রকাশ করেছেন। দেশপ্রেমী কোটি মানুষ গানটি শুনে অবিসংবাদিত নেতার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন গীতিকার শিফফাত শাহরিয়ার।
Leave a Reply