আমির হোসেন, ঝালকাঠিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য নির্মানে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নলছিটি প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান,উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ।
বক্তারা বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি চক্র অস্থিতিশীল করতে চায় যা কখনোই সম্ভব না। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃস্টি হতো না তাই তার বিষয়ে কোন বিরোধীতা আওয়ামী লীগ মেনে নিবে না।
এছাড়া সমাবেশে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান লালন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জলিলুর রহমান আকন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।
Leave a Reply