রুবেল আহমেদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুমোদিত শাখা ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সহযোগতায় ও তন্তর বিজনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি ও গ্রামের প্রবীন আওয়ামী লীগ কর্মী হাজী আবদুল মতিন ভুইয়া মানিকের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পিংয়ে বিনামুল্যে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং ২ শতাধিক রোগী ও সাধারন মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন বিজনা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান।
এ সময় বিজনা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ডা:ওসমান গনি খান, সাংবাদিক ভজন শংকর আচার্য্য, রুবেল আহমেদ, আনোয়ার হোসেন উজ্জল, সমিতির সদস্য মো.মাসুদ মিয়া ও হাজি আবদুল মতিন ভুইয়ার ছেলে রনি ভুইয়া সামি সহ এলাকার গন্য মান্য লোকজন উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে রোগী দেখেন বিজনা ডায়াবেটিক সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ নাজমুল করিম ও ডা: সাব্রে সাবেরিন চন্দ্রা ।
উল্লেখ্য ডায়াবেটিক রোগীদের চিকিৎসা ও সচেতনতা তৈরি করতে বিজনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এর আগেও উপজেলার পৌর শহরে অবস্থিত সিডিসি স্কুল, বিনাউটি ইউনিয়নের গাববাড়ি জোহর আলী ভুইয়া কিন্ডারগার্টেন সহ বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply