মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

বর্ণাঢ্য মিছিল নিয়ে মহড়া দিলেন মহসিন আওয়ামী লীগ সরকারের দুইবছর পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবসে

বর্ণাঢ্য মিছিল নিয়ে মহড়া দিলেন মহসিন আওয়ামী লীগ সরকারের দুইবছর পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবসে

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশে বিশাল শোডাউন নিয়ে এসে নিজেদের শক্তি সামর্থ্যরে মহড়া দিয়েছেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন খন্দকার।

বুধবার বিকেলে সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা থেকে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভার স্থলে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মিছিল সহ শোডাউন করে অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা। এ সময় ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলে স্লোগানে মুখরিত হয়ে উঠে সড়ক।

শোডাউনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম খন্দকার, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ওয়ালিউর রহমান, জেলা ছাত্রলীগ নেতা জুনায়েদ খন্দকার রাফি, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন খন্দকার, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন উদ্দিন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু ঋষি, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল মোল্লা,জেলা শ্রমিক নেতা আকবর মিয়া,সাবেক মেম্বার শাহেদ মিলন, শ্রমিক লীগ নেতা বাদশাহ মিয়া সহ সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD