লোকমান হোসেন পলা।।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ অফিসের একটি গুরুত্বপূর্ণ পদে জো বাইডেন আরো একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের নাম ঘোষণা করেছেন। তার নাম “ফারাহ আহমেদ”।
বাইডেনের ট্রানজিশান টিম হোয়াইট হাউসের বিভিন্ন পদে নতুন অনেকের নাম ঘোষণা করে, যাদের মধ্যে ফারাহ আহমেদের নামও রয়েছে। হোয়াইট হাউসের Chief Of Staff, Under Secretary Of Rural Development হিসাবে নিয়োগ দিয়েছেন।
বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। ফারাহ্ আহমেদ সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খানের ভাগ্নী। তার পিতা ড: মাতলুব আহমেদ, ও মাতা ড: ফেরদৌস আহমেদ আমেরিকায় প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন।ফারাহ্ আহমেদের নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
হোয়াইট হাউসে ফারাহ আহমেদের নিয়োগে একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত।
Leave a Reply