বিপ্লব গোস্বামী
বাংলা ভাষা গর্ব আমার
তাই বাংলায় কথা বুলি ,
বাংলা ভাষা অহং আমার
তাই বাংলায় সুর তুলি।
বাংলা ভাষা মাতৃভাষা আমার
তাই বাংলায় লেখি-পড়ি ,
বাংলা ভাষা চির-আশা আমার
তাই বাংলায় ছড়া গড়ি।
বাংলা ভাষা স্বাভিমান আমার
তাই বাংলায় লিখি পদ্য ,
বাংলা ভাষা পরিচয় আমার
তাই বাংলায় লিখি গদ্য।
Leave a Reply