হিরু কান্তি দাশ
বান্দরবান প্রতিনিধি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে দুস্থ ও এতিমদের মাঝে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা ২০আগস্ট বৃহস্পতিবার বিকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, অনুষ্ঠানে প্রধান বক্তার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক সমন্বয়ক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, বান্দরবান পার্বত্য জেলা সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: ওমর ফারুক। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন। সঞ্চলনা করেন বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে ২০০ দুস্থ ও এতিমদের মাঝে ফল বিতরন করেন।বৃহস্পতিবার সকালে
বান্দরবান জেলা কৃষকলীগ এর
পক্ষ হতে শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply