মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

বান্দরবান শহর কমছে আগামী মাস থেকে টম টম ভাড়া

বান্দরবান শহর কমছে আগামী মাস থেকে টম টম ভাড়া

হিরু কান্তি দাশ, বান্দরবান প্রতিনিধি:

সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও টম টম (অটোরিক্সা)র ভাড়া আগের ভাড়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সুপারবাইক টমটম মালিক সমবায় সমিতি সভাপতি মোহাম্মদ আজম বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান সুপারবাইক টমটম মালিক সমিতির সকল টমটম আগের মতো ভাড়া এবং যাত্রী আগের নিয়মে বহন করা হবে। তিনি আরো বলেন, লকডাউনের আগে যে ভাড়া দিতেন যাত্রীরা এখন তাই দিবেন। বান্দরবান বালাঘাটার লাইন ম্যান কামাল হোসেন বলেন, আগামী ১ সেপ্টেম্বর ভাড়া কমানোর জন্য টম টম চালকদের চিঠি দেওয়া হয়, এই সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর করা হবে।প্রসঙ্গত,করোনাকালীন সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অটোরিক্সায় যাত্রী কম নেয়ার নির্দেশনা প্রদান করে প্রয়োজনে বাড়তি ভাড়া নেয়ার পরামর্শ দিয়েছিলো প্রশাসন। কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর অটোরিক্সায় স্বাভাবিক যাত্রী পরিবহন শুরু হলেও ভাড়া আগের মতোই নিচ্ছিলেন অটোরিক্সা চালকরা। এইসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন বান্দরবান শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD