হিরু কান্তি দাশ বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পৌরসভার বর্জ্য সংগ্রহ, অপাসারণ ও সুন্দর একটি পর্যটন নগরী করার লক্ষ্যে এলাকায় সম্মানিত নাগরিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১আগষ্ট) সকাল ১১টায় বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর মিলায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এসময় মতবিনিময় সভায় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান ্অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামসহ প্রমুখ। এসময় সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান একটি পর্যটক বান্ধব শহর। এটিকে উন্নয়ণের জন্য আমরা প্রতিনিয়ত সরকার কাজ করছে।
তিনি বলেন, এখানে প্রতিদিন হাজারো পর্যটকের সমমাগম ঘটে। তাই আমরা এ শহরকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এতে করে পর্যটকদের কাছে বান্দরবান শহর পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে পরিচিত হবে বলে তিনি জানান।
Leave a Reply