মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় মিমকে হত্যা

বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় মিমকে হত্যা

নিডস নিউজ ডেস্কঃ

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে চার বছরের শিশু নুসরাত জাহান মিম হত্যায় জড়িত একমাত্র আসামি মিমের বড় ভাই আল-আমিনকে (১৪) জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে র‌্যাব। বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় মিমকে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আল-আমিন।

মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিল। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল‌-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় করা হয় মাইকিংও। একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা।

পরিবারের দাবি, শ্বাসরোধে মিমকে হত্যা করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় নিহহ মিমের বড় ভাই ১৪ বছরের আল-আমিনসহ প্রতিবেশী আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD