নিজস্ব প্রতিনিধি
বিএডিসি কর্তৃক নিবন্ধিত কুমিল্লা জেলা বীজ ও রূপান্তরিত সার ডিলার এসোসিয়েশনের জেলা কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ অক্টোব কুমিল্লা বিএডিসি’র উন্নয়ন কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সদস্য ও ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম। সভায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা কমিটির ভোটের মাধ্যমে বিএডিসির নিবন্ধিত কুমিল্লা জেলা বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি লক্ষণ সাহা সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সেলিম এবং উসমান আলীকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। বক্তাগণ বলেন কৃষক ও কৃষির স্বার্থে দেশের কৃষকদের দৌড় গোড়ায় কৃষি উপকরণ পৌঁছানোর মাধ্যম হিসেবে সরকার নিবন্ধিত ডিলার প্রথা সৃষ্টি করেছেন। বক্তাগণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কৃষকদের সেবা দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply