কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ১২টা থেকে শুরু হয়ে গেল ৷ কলকাতা ও হাওড়া থেকে বড় চারটি মিছিল যাবে নবান্ন অভিমুখে৷
এক নজরে রইল মিছিলের রুট –
প্রথম মিছিল–রাজ্য বিজেপির সদর দফতর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোড,হাওড়া সেতু,ফোরশোর রোড হয়ে নবান্ন৷
দ্বিতীয় মিছিল –হেস্টিংস থেকে পুলিশ ট্রেনিং স্কুল,বিদ্যাসাগর সেতু হয়ে নবান্ন৷
তৃতীয় মিছিল–সাঁতরাগাছি বাসস্টান্ড,কোণা এক্সপ্রসওয়ে হয়ে নবান্ন৷
চতুর্থ মিছিল–হাওড়া বঙ্গবাসী মোড় থেকে জি টি রোড,হাওড়া পুলিশ লাইন,কাজিপাড়া মোড় হয়ে নবান্ন৷
দলের রাজ্য দফতর থেকে যে মিছিল শুরু হবে,তার নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেস্টিংসের মিছিলের দায়িত্বে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, হাওড়া ময়দান থেকে মিছিলের সামনে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খান এবং সাঁতরাগাছির মিছিলে থাকবেন সায়ন্তন বসু৷
তবে নবান্নের আগেই মিছিলগুলোকে থামিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর৷ তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যেমন প্রথম স্তরে সাধারণ ব্যারিকেড৷ দ্বিতীয় স্তরে ব্যারিকেড এবং পুলিশ৷ তৃতীয় স্তরে অ্যালুমিনিয়াম ব্যারিকেড, রোবোকপ ও জলকামান৷
এছাড়া স্যানিটাইজেশনের কাজ করার জন্য আজ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ বন্ধ থাকবে রাইটার্স বিল্ডিং৷
বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে নবান্ন।স্যানিটাইজেশনের কাজ চলার জন্যই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ কোভিড-বিধি মেনেই দু’দিন নবান্নের সব কর্মী-আধিকারিকদের দফতরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে৷
এদিকে বিজেপি যে ৭ দফা দাবিতে নবান্ন অভিযান করবে তা হল-১) এসএসসি /টেট এর দুর্নীতির বিরুদ্ধে৷ (২)স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া৷ (৩)বেকার ভাই- বোনদের চাকরির ব্যবস্থা করতে৷ (৪)পরীক্ষার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা বাড়াতে৷(৫) পিএসসি কে দূর্নীতিমুক্ত করতে এবং নিয়োগ প্রক্রিয়াকে সরলীকরণ করতে৷ (৬)ঘুষ নিয়ে চাকরি দেওয়া বন্ধ করতে৷ (৭)বেকার যুবকদের ভাতা নয়, চাকরির দাবিতে৷
Leave a Reply