মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মাদক পাচার ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে কসবায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত নিজামের কসবার গ্রামের বাড়িতে শোকের মাতম এই দেশ যাদের রক্ত দিয়ে কসবায় জাতীয় যুব দিবস উদযাপিত আলোচনা সভাও চেক বিতরণ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার কসবায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা’র ভারতীয় মালামাল উদ্ধার টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা কসবায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১
বিজেপির নবান্ন অভিযান শুরু হয়ে গেল

বিজেপির নবান্ন অভিযান শুরু হয়ে গেল

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ১২টা থেকে শুরু হয়ে গেল ৷ কলকাতা ও হাওড়া থেকে বড় চারটি মিছিল যাবে নবান্ন অভিমুখে৷
এক নজরে রইল মিছিলের রুট –
প্রথম মিছিল–রাজ্য বিজেপির সদর দফতর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোড,হাওড়া সেতু,ফোরশোর রোড হয়ে নবান্ন৷
দ্বিতীয় মিছিল –হেস্টিংস থেকে পুলিশ ট্রেনিং স্কুল,বিদ্যাসাগর সেতু হয়ে নবান্ন৷
তৃতীয় মিছিল–সাঁতরাগাছি বাসস্টান্ড,কোণা এক্সপ্রসওয়ে হয়ে নবান্ন৷
চতুর্থ মিছিল–হাওড়া বঙ্গবাসী মোড় থেকে জি টি রোড,হাওড়া পুলিশ লাইন,কাজিপাড়া মোড় হয়ে নবান্ন৷
দলের রাজ্য দফতর থেকে যে মিছিল শুরু হবে,তার নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেস্টিংসের মিছিলের দায়িত্বে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, হাওড়া ময়দান থেকে মিছিলের সামনে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খান এবং সাঁতরাগাছির মিছিলে থাকবেন সায়ন্তন বসু৷
তবে নবান্নের আগেই মিছিলগুলোকে থামিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর৷ তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যেমন প্রথম স্তরে সাধারণ ব্যারিকেড৷ দ্বিতীয় স্তরে ব্যারিকেড এবং পুলিশ৷ তৃতীয় স্তরে অ্যালুমিনিয়াম ব্যারিকেড, রোবোকপ ও জলকামান৷
এছাড়া স্যানিটাইজেশনের কাজ করার জন্য আজ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ বন্ধ থাকবে রাইটার্স বিল্ডিং৷
বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে নবান্ন।স্যানিটাইজেশনের কাজ চলার জন্যই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ কোভিড-বিধি মেনেই দু’দিন নবান্নের সব কর্মী-আধিকারিকদের দফতরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে৷
এদিকে বিজেপি যে ৭ দফা দাবিতে নবান্ন অভিযান করবে তা হল-১) এসএসসি /টেট এর দুর্নীতির বিরুদ্ধে৷ (২)স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া৷ (৩)বেকার ভাই- বোনদের চাকরির ব্যবস্থা করতে৷ (৪)পরীক্ষার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা বাড়াতে৷(৫) পিএসসি কে দূর্নীতিমুক্ত করতে এবং নিয়োগ প্রক্রিয়াকে সরলীকরণ করতে৷ (৬)ঘুষ নিয়ে চাকরি দেওয়া বন্ধ করতে৷ (৭)বেকার যুবকদের ভাতা নয়, চাকরির দাবিতে৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD