বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

বিজয় দিবস পালন করলো বৃহস্পতির আড্ডা

বিজয় দিবস পালন করলো বৃহস্পতির আড্ডা

বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আসরে আজ পালিত হলো বিজয় দিবস।
কবি রোকেয়া ইসলামের কবিতা দিয়ে শুরু আসরে আলোচনা করেন কবি নাসির আহমেদ কবি নূর কামরুন নাহার কবি কামরুল বাহার আরিফ কবি সরকার মাহবুব কবি নাহার ফরিদ খান কবি মাহফুজ মুজাহিদ কবি নিলুফা জামান
পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হন সম্পাদক সাহাবুল ইসলাম লেখক রেখা রায় লেখক দীপক সাহা।
তরুণ প্রজন্মের জাহিদ নূর তূর্য ও রাফসান রুবাইয়াত সৌর।
প্রশ্নোত্তরে মাধ্যমে বিভিন্ন আলোচনায় অংশ নেন কবি নাসির আহমেদ কবি সরকার মাহবুব কবি কামরুল বাহার আরিফ কবি নূর কামরুন নাহার।
কবিতা পাঠ আবৃত্তি গান সবমিলিয়ে করোনাকালীন অবরুদ্ধ অবস্থায় জমজমাট আয়োজন ছিল।
প্রত্যেক আলোচকের প্রাজ্জল আলোচনায় মুখর হয়ে ওঠে শহীদদের আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের অসম সাহসী যুদ্ধ এবং নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ চেতনামূখীতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD