কলকাতা প্রতিনিধি
বিশ্বের যে কোন প্রান্ত থেকে শহরের ৩৫ জন খ্যাতনামা ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি ভার্চুয়াল চেম্বারে ভিজিট করতে পারবেন রোগীরা। পরে ধাপে ধাপে ডাক্তারের সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে। সপ্তাহের যে কোনো এক দিন টানা এক ঘন্টা ভার্চুয়াল চেম্বারে রোগী দেখবেন তাঁরা। রোগীদের আগে পোর্টালে গিয়ে দেখে নিতে হবে কোন ডাক্তার কবে ভার্চুয়াল চেম্বারে বসছেন। সেই মতো নাম লেখাতে হবে। অর্থাৎ ই-রেজিস্ট্রেশন করতে হবে। ভিজিটের আগেই আপলোড করে দিতে হবে তার সমস্ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার নথির স্ক্যান কপি। ডাক্তারবাবুও তাঁকে ই প্রেসক্রিপশন দেবেন। গোটা ব্যাপারে নেট ছাড়া আর কোনও খরচ নেই। সবটাই সম্পূর্ণ ফ্রি।
শনিবার এই বিশেষ পোর্টাল এর উদ্বোধন করেন কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর ফিরহাদ হাকিম। পোশাকি নাম ‘ডাক্তারবাবু’। লিঙ্ক- kmc.janupchaar.com.। করোনা আবহে অনলাইনে রোগী দেখার জন্য নতুন ওয়েব পোর্টাল চালু হল রাজ্যে।
Leave a Reply