:রাকিব মাহমুদ,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
করোনার এই পরিস্থিতিতে বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সময় কাটছে ঘরের মধ্যেই। তাই বিনোদনের মাধ্যম হিসেবে তারা বেছে নিচ্ছে ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেম।অনেকের আবার নেশায় পরিণত হয়েছে এইসব গেম।
প্রথম দিকে এইসব গেম শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা ছড়িয়ে পড়েছে গ্রামের ভিতরে।সিরাজগঞ্জের শাহজাদপুরের সব গ্রামের শিক্ষার্থী ও যুবকদের অন্যতম নেশায় পরিণত হয়েছে এই গেম।গ্রামের মধ্যে প্রায়ই দলবেঁধে খেলতে দেখা যায় এই ফ্রি ফায়ার ও পাবজি।কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যম এই গেম।অনেকের আবার পেশা হিসেেবে বেচেঁ নিয়েছে এই অনলাইন মাধ্যমটি।নিজের আইডি বিক্রি করছে মোটা অংকে।যার ফলে তরুণ প্রজন্ম এইসব দিকে ঝুকে পরায় বাড়ছে সামাজিক অবক্ষয়ের ঝুকি।যেসব শিক্ষার্থীদের এইসব গেম নেশায় পরিণত হয়েছে তাদের লেখাপড়ার উপরও এর প্রভাব পরতে পারে।
Leave a Reply