বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

বৃষ্টির কথা

শান্তশ্রী মজুমদার
(কৈলাসহর, ত্রিপুরা)

আকাশ ভেঙে বৃষ্টি আসায়
গাছেদের সবুজ পাতাগুলো
ধুয়ে মুছে আরো ঝকঝকে হোল ।

বৃষ্টি পড়ার সুরগুলো কান পেতে শুনি
টুপটাপ, টাপুরটুপুর, রিমঝিম
ঝমঝম, শনশন্
কখনো একটানা নামহীন বর্ষণ।

বৃষ্টি আসলেই মেঘেদের মনখারাপ ভালো হয়ে যায়।
কালো মেঘ গলে গলে
ঝরণা হয়, নদী হয়
ছুটতে থাকে সাগর পানে।

সবুজ গাছ স্নান সেরে
সিক্ত গায়ে তাকিয়ে থাকে
আকাশ পানে।
নদীর মতো তার চলন নেই
মাথা যতই উঁচুতে উঠুক
স্পর্শের অনুভূতি ঘটে না।

হেরে যাওয়ার দীর্ঘশ্বাসে
সবুজ পাতা নুইয়ে জল পড়ে মাটিতে।
মাটির বুকের গভীর গহনে
তখন জীবনের উত্সব।
সুপ্তবীজের ঘুম ভাঙার ডাক।

বৃষ্টি আসলেই

মাটি গাছ,নদীর সমবেত সঙ্গীতে শুধুই ভালোবাসা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD