সরকার মাহবুব
গতকাল ২৮ জানুয়ারী ২০২১, বৃহষ্পতিবার, বৃহষ্পতির আড্ডায় যথারীতি ২ য় দিনের মতো ব্যতিক্রমি এক কবিতা সন্ধ্যা’র আয়োজন করা হয়। বাংলা কবিতার খ্যাতিমান ৩ জন কবি’র কবিতা আগেই পোস্ট দেয়া হয়েছিল। স্বকন্ঠে কবিরা তাদের কবিতা পড়ে শোনান এরপর অনুষ্ঠিত হয় বিশদ আলোচনা।
গতকালও ৩ জন কবি ছিলেন – (১) কবি নূর কামরুন নাহার, (২) কবি কামরুল বাহার আরিফ, ও (৩) কবি রেখা রায়।
মূল আলোচক ছিলেন বাংলা ভাষার অন্যতম কবি – কবি বিমল গুহ । তিনি তার বিস্তারিত আলোচনায় এ ৩ জন কবি’র কবিতা নিয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলা কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোকপাত করেন। কবিতার শিরোনাম অন্বেষণে কবি বিমল গুহ দেশ বিদেশের বহু গুণীজনের উদ্ধৃতি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সক্রিয় আলোচনা ও কবিতা পাঠে অংশ নিয়েছেন কবি সৌমিত বসু, কবি সরকার মাহবুব, কবি রোকেয়া ইসলাম, কবি রেখা রায়, কবি নিলুফা জামান।
গতকালের সাহিত্য আড্ডা ছিলো অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যমন্ডিত।
আজ বাংলাদেশ সময় রাত ৮.০০ যথারীতি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে। আপনারা আমন্ত্রিত।
অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনায় ছিলাম আমি সরকার মাহবুব।।
Leave a Reply