বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মৃণাল বসুচৌধুরীর জন্মদিনকে কেন্দ্র করে তাকে ঘিরে বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আড্ডায় জমে ওঠেছিল মৃণাল সন্ধ্যা। উপস্থিত ছিলেন কবি মাহমুদ কামাল কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম কবি নাহার আহমেদ কবি ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহার কবি সরকার মাহবুব কবি সন্দীপক মল্লিক কবি মাহফুজ মুজাহিদ।
পশ্চিমবঙ্গ থেকে লেখক সমীরণ দাস লেখক রেখা রায়।
কবি মাহমুদ কামাল কবিকে নিয়ে স্মৃতি জাগানিয়া আলোচনায় কবির সাথে তার সুদীর্ঘ সখ্য মুখর দিনগুলোর কথায় কবির গুরু গম্ভীর অবয়বের ভেতরে নরম কোমল বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ এবং পুরোপুরি কবি বাস করেন এটার সাথে যুক্ত করেন কবির পাণ্ডিত্য মানুষের প্রতি সমাজ সময়ের প্রতি দায়বদ্ধতার কথা।
হ্যাংরী আন্দোলন স্যাড জেনারেশন ধ্বংস কালীন এবং শ্রুতি আন্দোলনের কথা।
কবি মৃণাল বসুচৌধুরী ছিলেন তিনটে আন্দোলনকে ছুঁয়ে শ্রুতি আন্দোলনের উদ্যোক্তাদের অন্যতম।
তিনি সময়ের সাথে কবিতার বাঁক বদল করেছেন। বাংলা কবিতায় যোগ করে যাচ্ছেন নানন্দিক শক্তিশালী এবং চিরকালীন লাইন।
কবি মাহমুদ কামাল কবির কবিতা থেকে “যারা সৎ ছিল” কবিতাটি পাঠ করে শোনান।
কবি নূর কামরুন নাহার কবিতার কবিতা নিয়ে আলোচনা করেন এবং কবির কবিতা পাঠ করে শুভেচ্ছা জানান।
কব
কবি রোকেয়া ইসলাম কবির সাথে পরিচয়ের প্রথমদিনের কথা স্মরণ করেন। তার সাথে বহু স্মৃতির কথা হাস্যরসের সাথে বলেন। কবির কবিতা পাঠ করে শোনান। কবি মাহফুজ মুজাহিদ কবির কবিতা পাঠ করে শোনান। কবি নাহার আহমেদ, কবি নিলুফা জামান কবিকে শুভেচ্ছা জানান কবি,কে নিবেদিত কবিতা পাঠের মাধ্যমে।
সন্দীপক মল্লিক নিজের লেখা ও সুরে সংগীত পরিবেশন ও কবিতা পাঠ করেন।
লেখক রেখা রায় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন।
কবি মৃণাল বসুচৌধুরী অনুভূতি প্রকাশে বাংলাদেশে প্রথমদিককার বন্ধু স্বজন এবং ভালবাসার মানুষ কবি মাহমুদ কামাল এবং মাহমুদ কামালের সূত্র ধরে রোকেয়া ইসলাম এবং তার সাথে টাংগাইলে অনেক সৃষ্টিশীল মানুষ এখন তার আপনজন।
তিনি বারবার টাংগাইলে আসতে চান।
ভার্চুয়াল আড্ডায় তার জন্মদিন পালনে তিনি বৃহস্পতির আড্ডার সকলকে ধন্যবাদ জানান।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি কুশল ভৌমিক
Leave a Reply