বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:০২ অপরাহ্ন

বৃহস্পতির আড্ডায় কবি মাহমুদ কামালের জন্মদিন উদযাপন

বৃহস্পতির আড্ডায় কবি মাহমুদ কামালের জন্মদিন উদযাপন

বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরে উদযাপন করা হয় সত্তর দশকের বিশিষ্ট কবি মাহমুদ কামালের জন্মদিন। আড্ডায় যোগ দিয়েছিলেন বিশিষ্ট কবি নাসির আহমেদ , কবি বিমলগুহ, কবি ফারুক মাহমুদ ওপার বাংলার বিশিষ্ট কবি অমৃত মাইতি, কবি কাজল চক্রবর্তী, কবি সৌমিত বসু, কবি নমিতা চৌধুরী, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, কবি ও কথাসাহিত্যিক তাহমিনা কোরায়েশী কথাসাহিত্যিক মিলা মাহফুজ ,কবি নাহার ফরিদ খান, কবি কামরুল বাহার আরিফ, কবি নাহার আহমেদ,কবি ড.জাহিদা মেহেরুননেচ্ছা, কবি কুশল ভৌমিক , কবি নিলুফা জামান প্রমূখ। আলোচনায় বক্তারা কবি মাহমুদ কামালকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কবি মাহমুদ কামালের কবিত্ব শক্তি, তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কবি মাহমুদ কামাল জন্মদিন উপলক্ষে এ আয়োজনে তার অনুভূতি ব্যক্ত করেন ও স্বকন্ঠে কবিতা পাঠ করে শুনান। । অনুষ্ঠানে কবির কবিতা পাঠ করা হয়। আটটায় শুরু হওয়া আড্ডা দশটা পর্যন্ত চলে। আড্ডাটি সঞ্চালনা করেন কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD