বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

বৃহস্পতির আড্ডায় বুদ্ধিজীবী দিবস পালিত বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আসরে আজ পালিত হলো “শহীদ বুদ্ধিজীবী দিবস “।

বৃহস্পতির আড্ডায় বুদ্ধিজীবী দিবস পালিত বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আসরে আজ পালিত হলো “শহীদ বুদ্ধিজীবী দিবস “।

কবি রোকেয়া ইসলাম তার কবিতার মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
শহীদ দিবসের তাৎপর্য শহীদের আত্মত্যাগ বিষয়ে আলোচনা গান কবিতা দিয়ে জানানো হয়েছিল আজকের আয়োজন।
পৃথিবী ইতিহাসে এই দিনটি এক কালো অধ্যায়। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবহ দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশুণ্য করার চক্রান্তে লিপ্ত হয়।
আল বদর আল রাজাকার বাহিনীর সহায়তায় এই নীল নকশা প্রনীত হয়।
মোটামুটিভাবে পাওয়া হিসাব অনুসারে
শিক্ষাবিদ -৯৯১ জন সাংবাদিক ১৩জন চিকিৎসক ৪৯জন আইনজীবী ৪২জন অন্যান্য ১৬জন।
তাদের চক্রান্ত আজো চলছে। কিন্ত স্বাধীনতার পক্ষের শক্তি সচেতন আছে। পরবর্তী প্রজন্মকে তৈরি করছেন তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসাবে।
আলোচনায় অংশ নেন কবি নাসির আহমেদ কবি ফারুক মাহমুদ কবি গোলাম কিবরিয়া পিনু কবিতা কস্তা নাহার আহমেদ বাবুল আনোয়ার
পশ্চিমবঙ্গ থেকে অংশ নেন লেখক দীপক সাহা ও রেখা রায়
উক্ত অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ও কবি সরকার মাহবুব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা বুলবুল মহলানবিশ এবং ৭১ এর আরজু কোম্পানির কমান্ডার আসাদুজ্জামান আরজু অংশ নেন।
অত্যান্ত মূল্যবান আলেচনা করেন প্রাজ্ঞ আলোচকগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD