জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বুধবার (৩০ ডিসেম্বর) ছাত্রীহলটি পরিদর্শন করেন তিনি। এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, প্রধান প্রকৌশলী, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আশ্বাস প্রদান করেন বলেন, করোনা মহামারী স্বাভাবিক হওয়ার সাথে সাথেই ছাত্রীরা হলে উঠতে পারবে। এ জন্য শতভাগ প্রস্তুত জবির একমাত্র ছাত্রী হল। মেধার ভিত্তিতে এবং যাদের বাসা বেশি দূরে তাদেরকে হলে সীট বরাদ্ধে অগ্রাধিকার প্রদান করা হবে।
উল্লেখ্য যে, গত ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জবির একমাত্র ছাত্রী হল শুভ উদ্বোধন করা হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল উদ্বোধনের মাধ্যমেই জবির সম্পূর্ণ অনাবাসিক তকমা ঘুচে যায়।
Leave a Reply