শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণকাড়িয়ায় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ব্রাহ্মণকাড়িয়ায় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লাশ হলো শামসুন্নাহার ও মিতু নামে দুই শিশু। বৃহস্পতিবার দুপুর একটার দিকে পৌশহরের মেড্ডার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শামসুন্নাহার ওই এলাকার প্রবাসী সাইদুর রহমানের মেয়ে ও মিতু একই এলাকার নূরুল ইসলামের মেয়ে। শামসুন্নাহার মডেল গার্লস হাই স্কুলের চতুর্থ শ্রেণি ও মিতু পশ্চিম মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনেরা জানান, প্রতিদিনই শামসুন্নাহার, মিতুসহ তাদের সহপাঠীরা এক সঙ্গে খেলাধুলা করতো। বৃহস্পতিবার দুপুরের দিকে শামসুন্নাহার ও মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শামসুন্নাহার, মিতুতে পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে। উদ্ধারের পর শামসুন্নাহার ও মিতুকে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ থাকলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD