লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া
খেলাকে হ্যা বলি মাদককে না বলি এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ পুশ্চিম পাড়া যুবসমাজ আয়োজিত ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
হাজারো ক্রিকেট প্রেমী দর্শকের উপস্থিতিতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই উত্তেজনাপূর্ণ ফাইনাল ক্রিকেট ম্যাচে সৈয়দাবাদ পুশ্চিমপাড়া সিনিয়র একাদশ কে হারিয়ে পশ্চিমপাড়া জুনিয়র একাদশ বিজয়ী লাভ করে
মোঃ এস আই মিঠু খানের সভাপতিত্বে আয়োজক কমিটির সদস্য উসমান গণি,ইসমাইল খান,আজিম মাহমুদের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস খান বিশিষ্ট ব্যাবসায়ী সাবেক ছাএনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালেক ভূঁইয়া খেলার প্রধান অতিথি বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফেরদৌস খান বলেন- সমাজকে বিনিমার্ণ করতে হলে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন- খেলাধুলার সাথে যেসব যুবকরা সম্পৃক্ত থাকবে তারা কখনো মাদকাসক্ত হবেনা, তাদের দ্বারা কখনো সমাজের খারাপ কিছু হবেনা। তাই খেলাধুলা হোক মাদকমুক্ত যুব সমাজ গঠনের হাতিয়ার।
খেলায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মুরাদ খান,জি এম, মের্সাস খান ট্রেডাস, নোমান ভুইয়া ডিএসএস,খান ট্রেডাস, আলামিন খান, জাকির হোসেন,তালহা খান, নজরুল ইসলাম,সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply