বিশেষ প্রতিনিধি।।
সংগঠনের শৃঙ্খলা বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহনূর ভূইয়া শাহীনকে যুবলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজ্জম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা এক যুক্ত বিবৃতিতে এই বহিস্কারাদেশ প্রদান করেন। রোববার (১নভেম্বর) সদর উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাগর কামরুল হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
গত ২৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্ট থেকে বিদেশি মদ ও বিয়ারসহ আ’লীগ যুবলীগ নেতাসহ ২২জনকে আটক করে র্যাব।
আটককৃতদের মধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জগৎসারের জহিরুল হকের ছেলে শাহীনূর ইসলামও ছিলেন।
এই ঘটনায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়৷
ওই মামলা সূত্র জানা যায়, শাহিনূর ভূইয়া শাহীন আশুগঞ্জের আরজে টাওয়ারে মাদক ক্রয় করতে গেলে র্যাব আটক করে। আটক করার পর শাহীনূর ভূইয়া শাহীনসহ ৭জনের কাছে ৭২ ক্যান বিয়ার ও শাহীনের পকেটে মাদক ক্রয়ের ২৯হাজার টাকা পাওয়া যায়। শনিবার (৩১ অক্টোবর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply