ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা, এতিমখানা, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় কর্মহীন খেটে-খাওয়া মানুষের মাঝে নিজ উদ্যোগে গরু জবাই করে খিচুড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিদওয়ান আনসারি রিমোর নিজ উদ্দ্যোগে এসব খাবার বিতরণ করে আদর্শিক পিতার আত্মার মাগফিরাত কামনায় করে দোয় ও মিলাদ আয়োজন করা হয়েছে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় রিদওয়ান আনসারি রিমো ছাড়াও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সোহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা ইকরাম ইহমাদ, সাব্বি চৌধুরী, মেহেদী হাসান মিশু, হৃদয় খান, আজিজুল হক হৃদয় সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন।
Leave a Reply