বিশেষ প্রতিনিধি।।
দাঁড়িয়ে থাকা ভ্যানচালকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের মোড়ে সড়কের ধারে চা পানের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালকদের ওপর উঠে যায়। এতে মো. আল-আমিন (৩৮) নামে এক ভ্যানচালক নিহত ও আরো দুজন আহত হন। নিহত আল-আমিন জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা থাকা অবস্থায় সকাল ৭টার দিকে পুনিয়াউট মোড়ে কয়েকজন বেকারি ভ্যানচালক সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালকদের ওপর উঠে যায়। ট্রাকটি একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে ফেলে। আহত তিন ভ্যানচালককে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আল-আমিন মারা যান। এ ঘটনায় সড়কে প্রায় আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ছাড়া পৌর এলাকার কিছু অংশে দুপুর নাগাদ বিদ্যুৎ ছিল না।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা পোষণ করেন।
Leave a Reply